ছবি তোলার জন্য এখন আগের মত প্রফেশনাল ক্যামেরা না থাকলেও ক্ষতি নেই; নকিয়া, ব্ল্যাকবেরি, স্যামসাং, আইফোন এর মত স্মার্টফোনগুলোতেই তোলা যায় বেশ ভালো মানের ছবি।অনেকেই ভারী ডিএসএলআর ক্যামেরা বহনের চাইতে তাই হালকা স্মার্টফোনেই ছবি তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। সেইসব শৌখিন ফটোগ্রাফারদের জন্য নিচে আটটি টিপস দেয়া হল- ১. লেন্স পরিস্কার রাখুন- স্মার্টফোনের একটা বড় সমস্যা হচ্ছে লেন্সের উপর আঙ্গুলের ছাপ পরা। তাই ছবি তোলার আগে একটা নরম কাপড় দিয়ে লেন্সটা মুছে নিন। ২. ফোকাসিং- ভালো ছবি তোলার মূল রহস্য হচ্ছে সঠিক মাত্রায় ফোকাসিং। ছবি তোলার আগে একটু সময় নিয়ে ফোকাস করুন, নিশ্চিত করুন যে অ্যাঙ্গেলটি চাচ্ছেন তা লেন্স ফোকাস করতে পেরেছে। যদি ফোকাস করতে বেশি সমস্যা হয় তাহলে ফোকাস মুড পরিবর্তন করে দেখুন অথবা আপনার নিজের অবস্থান পরিবর্তন করেও চেষ্টা করে দেখতে পারেন। কাংখিত ফল পাবেনই। ৩. কম্পোজিশন- ছবি তোলার আগে একবার চিন্তা করুন আপনি ঠিক কি ক্যামেরাবন্দী করতে চাচ্ছেন। তারপর অ্যাস্পেক্ট রেশিয়ো কতটুকু হবে সেটাও ভেবে নিন একবার। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে কয়েকটি জায়গায় গিয়ে...
Comments
Post a Comment