Posts

Showing posts from May 20, 2017

অ্যান্ড্রয়েড মোবাইলের কিছু টিপস

Image
মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা চিন্তা করলে অর্ধেকের বেশি ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। অ্যান্ড্রয়েড ফোন পরিচালনাও অন্য ফোনের চেয়ে সোজা। তবে যে ফোন ব্যবহার করেন না কেন, ফোনের ব্যাটারি চার্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোনের ব্যাটারিকে দীর্ঘায়ু করার জন্য আমরা অনেক চেষ্টা করি। ডাউনলোড করি অনেক অ্যাপসও। এসব না করেও শুধু মোবাইলের সেটিংস বদলে দিয়েও স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে সারাদিন রাত। আসুন, জেনে নেই কৌশলগুলো। ফোনের আলো নিয়ন্ত্রন করুন আমাদের অনেকের স্মার্টফোনের ডিসপ্লেতে আমরা সারাদিন একই ধরণের ব্রাইটনেস দিয়ে থাকি। যেখানে পর্যাপ্ত আলো রয়েছে সেখানে কম ব্রাইটনেসেও কাজ করা যায়। তাই সেখানে ব্রাইটনেস কম রাখাই উত্তম। আবার সূর্যের আলোতে কম ব্রাইটনেসে ডিসপ্লে দেখা যায় না। সেক্ষেত্রে ব্রাইটনেস বাড়িয়ে নিলে দেখতে সুবিধা হয়। আবার ঘরের ভেতর চলে আসলে ব্রাইটনেস কমিয়ে নিলে ফোনের ডিসপ্লে এবং ব্যাটারি দুটোই ভালো থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশতে মোবাইল ব্রাইটনেস রাখা ভালো। অ্যামোলিড স্ক্রিনে নজর রাখুন হোয়াইটনেসে স্মার্টফোনের জনপ্রিয় ডিসপ্লের মধ্যে অ্যামোলিড স্ক্রিন বেশ এগিয়ে...

আপনার কম্পিউটার এর speed বাড়াতে জেনে নিন কিছু টিপস

Image
অনেক সময় আমাদের কম্পিউটার খুব slow কাজ করে। আর সেটা খুব বিরক্তিকর লাগে।তবে এই বিরক্তি দূর করার জন্য আছে কিছু টিপস।ভাবছেন আমি মজা করছি,না আমি মজা করসি না।তাহলে কেন বিরক্তি দূর করার টিপস বললাম?এটাই হয়তো চিন্তা করছেন।আপনার slow কম্পিউটারকে যদি একটু fast করা যায় তাহলে কি আপনার বিরক্তি দূর হবে না?আশা করি হবে।তাহলে এবার জেনে নেওয়া যাক কম্পিউটার এর speed বাড়ানোর কিছু টিপস… টিপসঃ ১। কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন ।  এতে র‌্যামের কার্যক্ষমতা বাড়ে। ২। Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন।অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন। ৩। কম্পিউটারের র‌্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো ...

স্মার্টফোন ফটোগ্রাফারদের জন্য কিছু টিপস

Image
ছবি তোলার জন্য এখন আগের মত প্রফেশনাল ক্যামেরা না থাকলেও ক্ষতি নেই; নকিয়া, ব্ল্যাকবেরি, স্যামসাং, আইফোন এর মত স্মার্টফোনগুলোতেই তোলা যায় বেশ ভালো মানের ছবি।অনেকেই ভারী ডিএসএলআর ক্যামেরা বহনের চাইতে তাই হালকা স্মার্টফোনেই ছবি তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। সেইসব শৌখিন ফটোগ্রাফারদের জন্য নিচে আটটি টিপস দেয়া হল- ১. লেন্স পরিস্কার রাখুন- স্মার্টফোনের একটা বড় সমস্যা হচ্ছে লেন্সের উপর আঙ্গুলের ছাপ পরা। তাই ছবি তোলার আগে একটা নরম কাপড় দিয়ে লেন্সটা মুছে নিন। ২. ফোকাসিং- ভালো ছবি তোলার মূল রহস্য হচ্ছে সঠিক মাত্রায় ফোকাসিং। ছবি তোলার আগে একটু সময় নিয়ে ফোকাস করুন, নিশ্চিত করুন যে অ্যাঙ্গেলটি চাচ্ছেন তা লেন্স ফোকাস করতে পেরেছে। যদি ফোকাস করতে বেশি সমস্যা হয় তাহলে ফোকাস মুড পরিবর্তন করে দেখুন অথবা আপনার নিজের অবস্থান পরিবর্তন করেও চেষ্টা করে দেখতে পারেন। কাংখিত ফল পাবেনই। ৩. কম্পোজিশন- ছবি তোলার আগে একবার চিন্তা করুন আপনি ঠিক কি ক্যামেরাবন্দী করতে চাচ্ছেন। তারপর অ্যাস্পেক্ট রেশিয়ো কতটুকু হবে সেটাও ভেবে নিন একবার। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে কয়েকটি জায়গায় গিয়ে...

শ্রেষ্ঠ কম্পিউটার টিপস ও ট্রিকস!!

Image
কম্পিউটার ব্যবহারকারীদের অধিকাংশই তাদের কম্পিউটারের দক্ষতা উন্নত করার সর্বশেষ টিপস এবং ট্রিকস জানতে চান। কিছু ব্যবহারকারী আগ্রহ দেখান না কিন্তু এই সাধারণ ট্রিকস প্রত্যেক ব্যবহারকারীর জন্য খুবই সহায়ক। এই কৌশলগুলি আপনার মূল্যবান সময় নষ্ট করবেনা শুধুমাত্র নীচের টিপস ও ট্রিকস অনুসরণ করতে হবে। God Mode: এটি উইন্ডোজ হিডেন ফোল্ডার, গড মোড ফোল্ডার আপনাকে ফোল্ডারের মাধ্যমে একটি কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ প্যানেল দেয় যেখান থেকে অপারেটিং সিস্টেম সেটিংস এবং VPN সেটিংস, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড থেকে সবকিছু অপটিমাইজ করতে পারেন। এই ফোল্ডার তৈরি করতে নতুন একটি ফোল্ডার তৈরি করে রিনেম করতে হবে God Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} এটি দিয়ে। স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডার এর কন্ট্রোল প্যানেল আইকন পরিবর্তন করবে। এখন আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর যেকোন সেটিংস পরিবর্তন করতে পারবেন। Problems Step Recorder: সিস্টেম এরর রেকর্ড করার একটি হ্যান্ডি টুল হল স্টেপ রেকর্ডার। কোন সমস্যা হলে কারিগরি সহায়কের সঙ্গে পরামর্শ দরকার হলে প্রবলেম স্টেপ রেকর্ডার আপনার সমস্যার রেকর্ড রাখবে পিসিতে। সাহায্যের ...

Computer Properties এ আপনার ছবি এড করুন খুব সহজেই।

Image
প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন ।এটা আমার টেকটেকনিক ব্লগে প্রথম টিউটর । আজকে আমি আপনাদের সাথে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি কম্পিউটার প্রোপাটিজ এ কিভাবে ছবি এড করা যায় তা বলব। যেমন….. প্রথমে আপনার পছন্দ মত একটা ছবি বাছাই করতে হবে । এরপর ছবিটা ফটোসপে রি-সাইজ করে নিতে হবে ,মনে রাখতে হবে ছবিটা 120×120 পিক্সেল করে BMP ফরমেটে সেভ করতে হবে। এরপর আপনার ছবিটা কপি করে নিচের লোকেশন এর মত যেতে হবে এবং পেস্ট করে দিন। C:\Windows\System32\oobe\Your-pic.bmp উদাহরনসরূপ- আপনার কম্পিউটার এর C ড্রাইভের ভিতর Windows ফোল্ডারে এর পর System32 গিয়ে oobe ফোল্ডারে গিয়ে আপনার ছবিটা পেস্ট করতে হবে। তারপর যে কাজটা করতে হবে তা হল Run ওপেন করে regedit লিখে Enter চাপার পর Continue করে  HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ OEMinformation  এ গিয়ে যে কোন জায়গায় রাইট ক্লিক করে New থেকে String Value ক্লিক করতে হবে।এরপর তা রিনেম করে logo লিখে রিনেম করে সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করে Modify করতে হবে যেমন- %systemroot%\System32\oobe\Your-pic.bmp ...

পেনড্রাইভের গতি বাড়িয়ে নিন

Image
বর্তমানে পেনড্রাইভ ব্যবহার করেন না এমন কম সংখ্যক মানুষ আছে। অনেক সময় দেখা যায় আপনার একটি দরকারি কাজে আপনার কোন বন্ধুর কম্পিউটার থেকে আপনার কিছু প্রয়োজনীয় ডাটা আনবেন কিন্তু আপনার পেনড্রাইভ ভাল গতিতে কাজ করছে না। তখন মেজাজ খারাপ হয়ে যায়। কি করবেন? আগে আপনাকে জানতে হবে পেনড্রাইভ কেন ভাল গতিতে কাজ করছে না, তারপর আপনি একটা ব্যবস্থা নিতে পারবেন। তাহলে মূল কথায় আসা যাক- গতি কমার কারন: ১)পেনড্রাইভ যত ব্যবহার করা হবে তত পুরোনো হবে, যার ফলে গতি তত কমতে থাকে। ২) কোন ধরনের ফাইল পাঠানো হচ্ছে সেটার বিবেচনায় গতি কমে। আবার গান, ভিডিও বা ডকুমেন্টস ফাইল দ্রুত যায়। কিন্তু এক ফোল্ডারে ছোট ছোট অনেক ফাইল থাকলে বা অ্যাপ্লিকেশন ফাইল ধীরে যায়। ৩) আবার কম্পিউটারের ইউএসবি পোর্ট এর ওপর নির্ভর করে পেনড্রাইভের গতি। গতি বাড়াবেন যেভাবে: প্রথমে আপনার কম্পিউটার অন করে ইউএসবি পোর্টে পেনড্রাইভে লাগিয়ে নিন। এবার পেনড্রাইভের রাইট বাঁটনে ক্লিক করে Format এ ক্লিক করুন। File system থেকে NTFS নির্বাচন করুন। Format option এর Quick Formatএ থাকা টিক চিহ্ন তুলে দিন। Start-এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এভাবে পেন...